দেশকাল দিশেহারা
বাড়তে থাকে যন্ত্রণা
সময় ভয়ে গতিহারা
অবুঝ মন তা পায়না

নিশ্চুপে তাকিয়ে পথিক
পড়ে হতজ্ঞান
হঠাৎ তরঙ্গ এলো এদিক
সমাজ ভাসমান।

সাড়াহীন দেশকাল
খোঁজে ফেরে আশা
চুরি হয় তালতাল
নেই আর ভাষা।

কতভাবে কতবাণী
সমাজ ভাসমান
কৃতজ্ঞতা একটুখানি
দেশ হারালো  মান।