আমি বাংলার ভূ-খন্ডে বাস করি,
বাংলায় কথা বলি,
আমি বাঙালি।
মুক্তির আন্দোলন আমি দেখিনি,
ভাষার লড়াইয়ে পালকের মত
ঝরে যাওয়া প্রাণের উচ্ছাসে
নিজেকে ভাসাতে পারিনি।
প্রাণের কল্লোলে দৃপ্ত কন্ঠে বলা হয়নি
"রাষ্ট্রভাষা বাংলা চাই"।
তবুও আমি বাঙালি।
প্রজন্ম থেকে প্রজন্মে মুক্তির শপথ
আমি হৃদয়ে ধারন করে,
উদ্বেলিত প্রানের উচ্ছাসে
       বলি
"আমি বাঙালি "।