নাটুকে কায়দায় কখন ও বলা হয়নি ভালবাসি ,
সামনে দাড়িয়ে তোকে ভুলাতে
করতে হয় নি ইচ্ছে মেশানো পাগলামির কারসাজি।
তবু ছিলাম ঠিক তোর চোখের তারায়,তোর অপেক্ষায়,
তোর অভিমানি চোখের জলে ।
বিবর্তন হয় জানি, কিন্তু মানুষ বিবর্তনের
চাকায় ঘুরে যন্ত্রে পরিণত হয়
জানতাম না !
না হলে  কেন চলতি পথে তোকে ফেলে এসেছি?
কবে কোন অমানিশায় তোর হাত টা ছেড়ে দিয়েছি,
অভিমানি চোখ পুড়িয়েছি কষ্টের আগুনে ।
অপেক্ষার প্রতিটি প্রহরে অনুশোচনার কাঠ্গড়ায়
দাড়িয়ে ফিরতি পথের দিশা খুঁজেছি।
তবু জানি তুই প্রতীক্ষায় ।
ভুলের অতলে থাকা বিকারগ্রস্ত আমি
তোর ভালোবাসাতে আরও একবার সংক্রমিত হতে চাই।
সাতজন্ম ধরে বলে যেতে চাই
ভালবাসি ভালবাসি ভালবাসি।