আসবে আবার এই বঙ্গে
বিজয় উল্লাসে
আসবে এই স্বদেশে
রবীন্দ্রনাথের মতো একজন পূজারী।


মুখে সোনার চামুচ নিয়ে
জন্ম হবে বিদ্যাসাগর
গড়ে তোলবে সোনার শহর
থাকবে না যে বিদ্যার ভিখারী।


গায়ে বাঙালির গন্ধ মেখে
আতরের মতো সুবাসে
আসবে আবার এই স্বদেশে
নজরুলের মতো আদর্শ পথিক।


আকাশ বাতাস সবই হবে স্বচ্ছলতা
তার অগ্নি সুরে অমর সঙ্গীতে
কোকিল গাইবে তারই গান রজনী প্রভাতে
জাগ্রত করে দেশ প্রেমিক।