কখনও ভাবি মনের গভীরে-  প্রজাপতি-মন-মস্তিষ্ক
ফুলের কী ঘ্রাণ জানে না তো কেউ
কবিরা যেন কাগজ শোকে বিশুদ্ধ ভুলে
প্রজাপতির মতো তাঁর তো সৌরভ-অনুভূতি নেই তাই
তাঁর কবিতার শব্দগুলো গন্ধহীন
চিনির শরবত তার চেয়ে স্বাদের
নতুন বইয়ের গন্ধ তার চেয়ে ভালো
কেন যেন এখন একটা কবিতাও
ভালো লাগে না আর
গাছের পাতায় যে কম্পন বাতাসের
তারও আছে সুর কিংবা
নদীর চির-তরঙ্গ তারও
আছে লাবণ্যময় ছন্দ কিন্তু
সুদিনে নেই কোনো কবিতার গন্ধ-ছন্দ কিংবা
কোনো এক গায়কের বেহালার সুর
সব কবির খাতায় কবিতা যেন কাগজ-ফুল
গন্ধহীন, ছন্দহীন আর সুরহীন তা
জানে না তাঁরা কেবল জানে
আমার প্রজাপতি মন-মস্তিষ্ক তাই
ভাবি কখনও প্রজাপতি হয়ে যাই