কখনও কোনো কোনো কথা
মনে হয় খুবই গবেষণাময়
সমাধানহীন
জাতি হিসেবে আমার শেকড় কিংবা
সংস্কৃতি হিসেবে অথবা
যেকোনো বিষয়েই আমাকে
শেকড়-সন্ধানী হতে হবে
অতঃপর শেকড়-সন্ধানী হই কিন্তু
পথে চলতে গিয়ে থেমে যাই মনজিলে মনজিলে
জানি না আমার শেকড় কোথায় আদৌ
অথচ আমরা তো জানি পৃথিবীর প্রথম স্বীকৃত সত্য
নারী-পুরুষ আবাদী আদি মানব-মানবী
আদম ও হাওয়া (আ)
যেখান থেকে শুরু পৃথিবীর প্রথম জাতি-ধর্ম-সংস্কৃতি
এবং অন্যান্য সামাজিক সবকিছু
আমি তো এইখানে এসে থেমে যাই
বিরাম চিহ্নের দাঁড়ির মতো
শেকড়ের সন্ধানে
তবে কি আমি থেমে যাব-
বাংলাদেশ, পাকিস্তান, ভারত, ভারতবর্ষের ইতিহাসে
কিংবা আর্য-অনার্য যুগ, পারস্য যুগ অথবা
বহু প্রাচীনকালের লৌহযুগে
আমার ‌‌আমিকে খুঁজি আমি
আমাদের আমরাকে খুঁজি আমরা
শুধু খুঁজি অন্তহীন পথ চলে
শেকড়ের সন্ধানে, শেকড়ের সন্ধানে... .. .