আমি সাম‌্যের গান গাইতে চাই না-
যখন পৃথিবীর নিখিল ইতিহাসে
খুঁজে পাওয়া যায় না মান
পিপড়ের মতো দলিত অসহায় শ্রমিকের


বারো ঘণ্টা থেকে আট ঘণ্টা অপরাজেয় সংগ্রাম
এটা নয় কোনো সাম্যবাণী
মে কখনও আনতে পারে নি সমতা কিংবা
মানুষের মর্যাদা
আইন দিয়ে কেনা যায় না সাম্যবাদ


ছোটে আর বড়ো উঁচু আর নিচু সৌরজগতের দূরত্ব
যত ভেদাভেদ এবং বৈষম্য
সে তো কেবল মানবমনের চাষ
এখন পৃথিবীতে যে মানবমন নেই মানুষের
মনহীন রোবটে ভরে গেছে পৃথিবী
তাই মানুষেরা গায় না- অনুভূতিহীন
‌‌‍গায়ের ঘাম শুকোবার আগেই শ্রমিকের
দিয়ে দাও তার মজুরি


আমি তাই সাম্যের গান গাই না-
পৃথিবীর মানুষের
আমি গান গাই-
মানুষের... মনুষ্যত্বের... মনুষ্যত্ববোধের