কৃষক চাষে সোনার মাটি
ফসল আনে ঘরে,
লোহার শ্রমিক পোড়ায় লোহা
দালান কোঠা গড়ে।


আমরা রাঁধি আহার করি
ফুলের মতো ভাত,
আমরা শুধু দালান ঘরে
ঘুমাই সারা রাত।


কৃষক বলো শ্রমিক বলো
ওরাই করে কাজ,
আমরা কভু করি সে কাজ
এই জগতের মাঝ?


সত্যিকারের মানুষ যদি
দেখতে সবে চাও,
ওদের পানে চেয়ে দেখো
মর্যাদাটা দাও।