এ বাবু, এ বাবু, তুমি খানিক দাঁড়িন্ যাও কেনে,
না হলে আমার টুগদু পারা কিন্তু থাকবে মনে।
ঐই যে তুমি আসতে আসতে ফচাং করে ফেললি,
কারুর গায়ে লাগল কিনা তাকিন তু কি দেখলি?
পেন্টুল জামা ভালই পরেছ, দেখতে বাবু বাবু,
খানিক খুনিক বুঝে তো ফেল, নইলে হবে কাবু।
হাত পা মুখ সব আছে, আমরাও মানুষ বেটি;
যা যা করতে তুমি পারিস, আামরাও পারি সেটি।
থুতু কফ্ আসতেই পারে, ফেলবি সিটোও ঠিক,
পেছনে লুক আসছে দেখলে উটো ফেলা বেঠিক।
আমি যদি ফরাক করে তুর ছামুতে ফেলতম,
তা হলে কি ছেড়ে দিতিস? প্যাঁদানি খেঁয়ে মরতম।
ঠাণ্ডা মাথায় চিন্তা কর তুমি, ঠিক কথা কি লয়!
আজকের মত কেটে পড় তুমি, আর যেন না হয়।