অবাস্তব সুখ ভেবে সুখী হতে চাও তুমি,
বাস্তব সুখে কষ্ট করে  দুঃখ পাও।
চেতন মনে জান তুমি সুখী;
সেই সুখ ঠেলে অবচেতনে পাঠাও।
যখন সম্মুখ সুখ এত বিস্তর
তুমি তাকে নিজ যোগ্যতায় কর সঙ্কীর্ণ ।
সহজলভ্য প্রাকৃতিক সমস্ত সুখ যখন তোমার,
তুমি তখন তা মূল্যহীন বলে চিহ্নিত কর।
সুখ যখন তোমার মনে থাকতে চায়,
তুমি তখন তা বস্তুতে ভাগ কর।