তোমার একটি তর্জনীতে
হে বঙ্গবন্ধু
বিশ্ব পেয়েছে বাংলা মাতা
আমরা পেয়েছি স্বাধীনতা।


তোমার একটি তর্জনীতে
হে বঙ্গবন্ধু
বিশ্ব পেয়েছে অমর ইতিহাস
গুড়িয়ে সকল প্রহাস
ত্রিশ লক্ষ প্রাণে আঁকা
আমরা পেয়েছি লাল সবুজের পতাকা
হে বঙ্গবন্ধু জাতির পিতা
তুমি যে একটি স্বপ্নের নির্মাতা।


তোমাকে বলি একটি গোপন ব্যাথা
তুমি দেখতে কি চাও শুনতে কি পাও
বিশ্বালয়ের হাহাকারে
যুদ্ধে যুদ্ধে বেলা
রক্তের হলি খেলা
শিশুফুল শস্য কুল
পথে ঘাটে মাঠে মাঠে
সবুজ প্রান্তরে
রক্তে স্নাত নির্যাতিত ক্ষুধিত সব অন্তরে
ডেকেছে তোমায় চায় যে তোমায়,
চাই মানবতা
হে বঙ্গবন্ধু তুমি যে বিশ্বনেতা
সবাই ভাবছে তোমার কথা
তোমার অধিষ্ঠান
হে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান
তুমি যে মহান নেতা।