নষ্টনীড়, ভাঙছে তীর
খুঁজছে মাঠ, সবুজ ঘাস।
ভাঙছে ঢেউ, হাসছে কেউ
পৌষমাস বা সর্বনাশ।


ঢাকছে মুখ, মুখোশ সুখ
বাঁচতে চেয়ে, পালায় তাই।
লুকোয় পাপ, অনেক চাপ
সুযোগ বুঝি হারায় ভাই।।


ছুটছে কত ,ইদুর যত
খুড়োর কল, রক্ষে কর ।
আবেগ গুলো, জমছে ধুলো
মনের ভিতর ভীষণ ঝড় ।।


আজব যুগে ,খুব হুজুগে
খাচ্ছি কিন্তু গিলছি না।
"তেল" এর মেলা, ভীষণ খেলা
খেলছি কিন্তু জিতছি না ।।