কেমন করে কলম হাতে,
লেখন লিখি দিনে রাতে।
শুরু হলে লেখা লেখি,
মনে শুধু ছন্দ আঁকি।
ছন্দ গুলো যোগ করে,
লিখি আমি খাতা ভরে।
খাতার পাতা যত গুলো,
কবিতা গানে ভরাট হলো।
তবুও শেষ হয়না লেখা,
বইয়ের সাথে হয়না দেখা।
কষ্ট করে লেখা ছেড়ে,
পড়া গুলো শেষ করে-
আবার আমি বসে পরি,
লেখার কাজটা শুরু করি।
লেখতে লেখতে হাতে ব্যারথা,
এ আবার কেমন কথা!
তবুও লেখা চালিয়ে যাব,
একদিন আমি কবি হব।
স্বার্থক হবে লেখা আমার,
করব সুখে জীবনটা পার।।।