আমি তোমার অহংকারের কিছুই দেখিনা, সুন্দর দেয়ালের প্রলেপের মত শালীনতার আবরন টুকু তুলে দিলে প্রকৃতির সব সৃষ্টির মতই তুমি সাধারন
মুগ্ধ, ক্ষুধিত দৃষ্টি জোড়া চোখ তোমার দিকে অপলকে তাকিয়ে থাকলে যদি ভাবো আমি প্রেমে পড়ছি তবে ভুল ধারনা তোমার
আমার এই চোখ নিষিদ্ধ পল্লীর ওই সব মধ্যবিত্ত পতিতার দিকেও কামনার দৃষ্টিতে তাকায় যারা রোজ রাতে ১২ টাকায় বিকিয়ে দিয়ে দিনের আলোয়
সস্তা মেকাবে নিজেকে সাজায়!!
নিষিদ্ধ পথের মেয়েটির শরীর আজ ভীষণ কাছে টানে
চাইলেই যেতে পারি না,
তার কাছে গেলে কিছু মূল্য দিতে হবে আর তোমার কাছে গেলে আমার মূল্যবান কিছু হারাতে হবে
যদি প্রশ্ন করো তোমার ও পতিতার মধ্যে পার্থক্য কি তবে দ্বীধাহীন চিত্তে বলব দুজনই একি মুদ্রার এপিট ওপিঠ পতিতা আনন্দ দেয়, তোমার সততা নেই
তুমি জানো,
আজ কতটা মূল্যহীন আমার কাছে তুমি ঠিক যতটা মূল্যবান নিষিদ্ধ পথের ওই মধ্যবিত্ত পতিতা!!!!