একটি সকালের অপেক্ষায় ছিলাম,
ছিলাম বসে নিরালায়
কখনো মন খারাপ হলে
কিংবা খুব ভালো
জীবন টাকে বেচে নিতে দিয়েছি
খুঁজতে আনন্দের উৎস


আসবে এক  শরৎকাল
যাবো আকাশী রঙের শাড়ী পড়ে
দেখতে কাশফুলের বাড়ী।


আসবে এমন বিকেল বেলা,
হারাবো নিজেকে অন্য এক জগতে
খুঁজতে গিয়ে সেই মেঘের ভেলা,
ঘুড়াবো উড়ি নাটাই দিয়ে
সেই শরৎ এর আকাশে!!!


এসেছে এক অদ্ভুতপূর্ব সকাল
কখনো হাসাতে
আবার কখনো কাদাতে
কখনো দিয়েছে অনাবিল আনন্দের হাতছানি
আবার কখনো দিয়েছে মন খারাপ  করা এক সন্ধ্যা


কখনো হাত ধরে  নিয়ে গেছে
দেখাতে সূর্যোদয়
আবার কখনো নিয়ে গেছে
দেখাতে সূর্যাস্ত
হটাৎ এক সন্ধায় হয়তো হারাবো
একটু একটু করে
ছুঁয়ে দিতে সেই ভালবাসার স্পর্শ !!!!!!!