হ্যা সেদিন;
আর্তের ভয়ার্ত চীৎকার; হাহাকার করে ছুটেছিল দিক্বিদিক ;
মহাশূন্য থেকে ফিরেছিল সর্বস্বান্ত প্রতিধ্বনি।
আশার সুবিশাল মেঘবলয় হতাশ-বৃষ্টি হয়ে ফিরেছিল
নিঃশেষে বিভাজ্য হয়েছিল স্বপ্নের একেকটা স্বর্ণালি টুকরা।


সেদিন;
মিঠাপানির হ্রদের হৃদয়ে টুপ করে ঝড়েছিল এক ফোঁটা লোনা জল;
সময়ের স্রোতে মিশে গেল প্রশান্ত মহাসাগরের অশান্ত বক্ষে।
স্থির-স্রোতহীন বলে কেউ বোঝে নি; কেউ জানে নি।


সেদিন;
মায়ভরা ছায়াপথে প্রথম দেখা দিল মরীচিকা
উষ্ণ মরুর বুকে প্রশান্তির জল খোজা হয়েছিল বোকামি।
ঝোপা-ভর্তি খেজুর গাছ চীৎকার করছে, "আমি শুন্য: আমি শূন্য! "
মরুঝড়ে নিক্ষিপ্ত বালু বলছে, " হারতে চাইনা হারাতেও চাই না"


হ্যা সেদিন;
মৃত সাগর মরেছিল আরো একবার, এবং শেষবার।
জেগে উঠার স্বপ্ন দুঃস্বপ্ন হয়ে তাড়া করেছিল নিদ্রায়।
"আই সি ইটস স্টীল নাউ ডেড সী" বলে চীৎকার করল এক ফর্সা যুবক।


সেদিন;
এক নক্ষত্রের মৃত্যু হয়েছিল; জন্ম নিল কৃষ্ণ-গহ্বর।
জ্বলজ্বল করা জ্যোতিষ্ক অপেক্ষায় ছিল কোটি বছর
ক্ষয়ে যাওয়া হৃদয়ে কখনো ডুকরে উঠেনি প্রতিক্ষার প্রহর।
অথচ সেই সুপারনোভা আজ ব্ল্যাক হোল।


হ্যা সেদিনই;
নিজেকে খুজেছি শত সহস্রবার।
মুষল বৃষ্টির দুরন্ত ফোঁটায় খুজেছি আমার দুরন্ত কৈশোর,
যুথী ফুলের পাপড়িতে খুজেছি রঙিন যৌবন,
উদাসী পাপিয়ার গানে খুজেছি আমার কন্ঠ
কাল-বৈশাখীর দুর্বার গতিতে খুজেছি আমার গতি
নীল সমুদ্রের উত্তাল তরঙ্গে খুজেছি নিজের ছন্দ।


খুজে পাইনি নিজেকে ; উদ্বাস্তু হয়েছিলাম আমি;



আর হ্যা সেদিনই;
স্বপ্নের রাতে দুঃস্বপ্নের জাল বুনে
তুমি ফিরিয়ে দিয়েছিলে আমায়।