যে শহরে তুমি নেই,
সে শহরটা বড়ই অচেনা লাগে।


চুপচাপ বিষন্ন একা রাতটার সাথে
কি ভীষণ সে মৌনতা যদি দেখতে,
আমায় তুমিও ঠিক খুঁজে পেতে
ঐ নীল আকাশের তাঁরা গোনা রাতে।


হঠাৎ ছায়া হয়ে পর্দার আড়ালে,
জোঁছনা মানবী তুমি কোথায় হারালে?


যে শহরে তুমি নেই,
সে শহরে দেখ নিয়ন আলোও মিটিমিটি চেয়ে।


হলুদ ল্যাম্পপোস্টটা চুপচাপ তাঁরা গুনতে
নীরবতা কিছু কান পেতে যদি শুনতে,
যদি আরো কিছুক্ষন পাশাপাশি হাঁটতে
হঠাৎ থামিয়ে,ভালোবাসি শুধু বলতে?


যে শহরে তুমি নেই,
সে শহরটা বড়ই অচেনা লাগে!