বালির পাহাড় মুখ খোলো
কথা বলো অভিমানে বিমুখী যে নদ,
তার সাথে; পারলে ক্ষমা চেয়ে নাও


বালির পাহাড় হাওয়া খেলাও
আনাড়ি বনের মাথায় ঝাউপাতা,
লাল ঝুঁটির মতো দোলাও


বালির পাহাড় বসন খোলো
পাগল যে হলো তোমাকে পেতে, তাকে;
তোমাকে একবার ভোগ করতে দাও


বালির পাহাড় স্বপ্ন আঁকো
বেরসিক তোতা, রঙচটা শালিক, দেখো
দেখার ক'দিন পরেই আবার ফিকে হয়ে যাও