আসুন তবে নীহারিকাদের বারান্দায়
পা মেলে বসুন নন্দন মোড়াতে
সানগ্লাসে দেখতে পাবেননা নিশ্চয়ই
ম্যাগনিফাইং আনছি, মগজ খুলে বসুন
চোখ মেলুন কাঁচের চোখে, দেখুন---
কি বলা যায় বিজ্ঞানী? হবে কি বিগ-ক্রাঞ্চ?
সময়ের মতো রেশম তুলোয়
প্রহরগুলো কি গুটিয়ে যাবে?
শুকিয়ে পড়বে কি ঘুম ভেজা উরুতে?
হিউমারের ভেতর চকচকে তারা
ফুটে কালো কাগজের সাদা ফোঁটায়
আবার কি অনিশ্চয়তা খুঁজবে!


এতো ভৌতজাগতিক প্রশ্নে আপনি বিধ্বস্ত, তাই থামি
এ বুঝি তৃতীয় ওয়ার্মহোলের মুখোমুখি আমি
গতাসু বাতাসে উড়ে যায় গোলাপী ডানার প্রণয়
প্রেমেরও বয়স হয়, থেমে থাকে সময়