ব্লটিং পেপারের মতো পিছুটান শুষে নেয় প্রমোদী আলো
সোডিয়াম ল্যাম্পে যখন ধোঁয়ালি নেশার আকাশ সাজাই
অভিযোজনে মরুজ গিরগিটি খোলে শুষ্ক খোলস
তার মাঝেই বানায় দীর্ঘপথী বায়োলজিক্যাল ম্যাপ
জীবজগৎ প্রকৃতিগত অস্থিসদৃশ, এবড়োখেবড়ো শরীর
প্রাকৃতিক নির্বাচন মতবাদের উদ্ধে তুলি কবিতার হাত
তারও মাঝে দেখি বিস্ময়, হে অবাক প্রাণীবাস্তব হেম
বিপরীত উক্তি জুড়ে দাও, 'সারভাইভেল ফর দ্যা উইকেস্ট'
তখন ডিএনএ ক্রস করতেই আমি সংকর মানুষ হয়ে উঠি