লোকটা আগেরই মাতাল
আজ খেয়েছে বেশি মাল।
বাজার দিয়ে যেতে যেতে
ইচ্ছে হল মিষ্টি খেতে।
দোকানে ঢুকে টলতে টলতে
বেফাস কথা বলতে বলতে।
দোকানিকে বলে চুদিরভাই
দুই সের মিষ্টি চাই
দোকানী বলে পঞ্চাশ টাকা
পকেট তোমার নয়ত ফাকা?
মাতাল বলে বলিস কিরে?
বুকটা তোর ফেলব চিরে।
টাকার বড়াই আমার কাছে?
লাথি একটা মারব পাছে।
মুঠি খুলে দেখিয়ে দিল
শ’এর নোট কয়েকটা ছিল।
একশ টাকা ছুড়ে দিয়ে
বেরিয়ে যেতেই মিষ্টি নিয়ে
দোকানী বলে,-
পঞ্চাশ টাকা ফেরত পাবি
কাল সকালে নিয়ে যাবি।
রাতের ঘটনা দোকানী ভাবে
কাল নিশ্চই ভুলেই যাবে
আগে পিছে দেখে নিল
ষাড় একটা শুয়ে ছিল।
দোকানের সামনে একটু দুরে
দেখে নিল ঘুরে ঘুরে।
সকালে এসে জেনে বুঝে
মাতাল ফিরে ষাড় খুজে।
অবশেষে দেখতে পেয়ে
দোকানে দাড়ায় টাকা চেয়ে
দোকানী ওকে ভালই চিনে
আজ বুঝি খেয়েছে দিনে?
দোকানী বলে কিসের টাকা?
দান মারতে এসেছ ফাকা
গত রাতে মিষ্টি বাবদ
রেখেছিলে একশ তাবত
দোকানী এবার বুঝতে পারে
এসেছ তুমি ভুল দ্বারে।
এ দোকানে মিষ্টি কই
আমরা বেচি শুধু বই।
ষাড় দেখিয়ে বলে মাতাল
এইটা ছিল এখানেই কাল
আমাকে বুঝি পেয়েছ বোকা
দিতে চাইছ বড্ড ধোকা
রাতে বেচ মিষ্টি-দই
দিনের বেলা পড়ার বই।


২০-০৩-১৯৯৪ ইং