আমি কি খুঁজি অনন্ত অম্বরে;
তারাহীন অমাবস্যার সে নিশিতে!
যদি জানো উত্তর, পাঠিও হুতুম পেঁচার ঠোঁটে,
জল কালিতে লিখা, মসলিন কাপড়ে;
সে চিঠি।
থাকবো না হয় আরো কিছু কাল,
নিঃশব্দে উড়ে আসা
তারাহীন অমাবস্যার শত নিশি শেষে;
এক হুতুম পেঁচার অপেক্ষায়।