একদিন আমাদেরও ছায়া ছিল।
বিল পাড়ে, রিম বহমান বাতাসে, হিজলের ডালে।
মধ্যাহ্নে। আরক্ত সন্ধ্যা মিলাবার পূর্বে। তারপর কি,
বহুকাল কি গড়িয়ে গেছে;
শীতে ঝরে পড়া স্মরণের সোনালী পাতা
মৃত্তিকা হবার বসন্তের প্রারম্ভে?
হয়তো, হয়তোবা না। ছিল কি
দোদুল্যমান দৈব্যতা, নাকি অন্য কিছু?
হিজল গাছটিতে কি ফুল ফুটেছে?
দল বেঁধে পিঁপড়া কি উঠে মূলকান্ড বেয়ে এখনো?
জোনাকি কি ভিড় করবে আরক্ত সন্ধ্যা শেষে?
জানা হবে না।
আজ আমরা ছায়াশূন্য।
দোদুল্যমান দৈবতায় নাকি অন্য কিছুতে?
জানা হবে না। সে-তো মিথ্যে নয়:
একদিন আমাদেরও ছায়া ছিল।
বিল পাড়ে, রিম বহমান বাতাসে, হিজলের ডালে।
মধ্যাহ্নে।