হাত ছাড়িয়া দাও গো বন্ধু হাত ছাড়িয়া দাও,
লোকে দেখলে হবে বদনাম হাত ছাড়িয়া দাও।
বন্ধু হাত ছাড়িয়া দাও।।


থেকে থেকে দমকা বাতাস উড়ে মাথার চুল..
আমিও তোমায় ভালবাসি বোঝো না গো ভুল,
বন্ধু বোঝোনা গো ভুল।
সাঁঝের বেলা কেনো এলে  ফিরে তুমি যাও।
লোকে দেখলে হবে বদনাম ফিরে তুমি যাও।
বন্ধু ফিরে তুমি যাও।।


নিশিত রাতে জোনাকি মেয়েরা ছড়ায় দলে দলে..
পরাণ আমার কাড়িয়া নাও কত কথার ছলে,
বন্ধু কত কথার চলে।
আইসো না আইসো না কাছে দূরে তুমি রও।
অবলার এই কান্চা মনে আগুন কেনো ধরাও,
বন্ধু অগুন কেনো ধরাও।।