বিশ্ব জাহানের প্রতিপালক হে রহিম রহমান,
তোমার সম নাইি আর কেহ মহা মহীয়ান।


করুণাময় তুমি দয়ালু অসীম,
গুণাহগার আমি তোমার অধিন।


চাহি মাফ প্রভু দাও ক্ষমা ভিখ,
তব পথে চলি যেনো দাও সেই তৌফিক।


ক্ষুদ্র না হই যেনো  করো মোরে উদার,
প্রিয় হতে পারি যেনো শত্রু-মিত্র সবার।


হেদায়েত দাও প্রভু  করো না পথ ভ্রষ্ট,
যেন তব পথে থাকিতে পারি  সর্বদা সচেষ্ট।


পাপের কার্য হতে প্রভু আমায় দূরে রেখ ,
পূর্ব পশ্চিম উভয়কে যেমন পৃথক রেখেছো।


অসুস্থতায় ভুগছে যারা তাদের শেফা দান করো,
সকল মৃত্যু ব্যাথিত প্রাণকে প্রভু বেহেস্ত নসিব করো।


জানি প্রভু আমারো আসিবে মরণের দূত একদিন,
দয়াময়, কালিমা মুখে মৃত্যু দিও শুক্রবারের দিন।
                         আমিন
                            আল্লাহ হুম্মামিন।