রবিরে তোর নিষ্ঠুরতায় ছাড়ি
টিনের ঘর
উদলা গায়ে বসি থাকি বৃক্ষ
ছায়ার পর।
রবি তোরে রাবিশ বলে কে
উঠালো রাগ
তোর মেজাজের রষানলে
শহর পুড়ে খাঁক।
পাক-পাখালি গাছ-গাছালি
মনুষ্য জীবন
তোর প্রখর রোদের তীব্রদাহে
অস্থিরতা চরম।
খেটে খাওয়া দিনমজুরের
আঁইঢাঁই প্রাণ
ফসলি জমি ফেটে দু ভাগ
খাঁ খাঁ করছে গ্রাম।
রুখে দিতে রবির থেকে
অগ্নী বর্ষণ
নির্বিচারে না করি ভাই
বৃক্ষ নিধন।।