গীতি কবিতঃ
______নবী না এলে ধরায়
পুড়তো__ ধরা জ্ঞানের খড়ায়।

দ্বীনের __এলেম শিক্ষা করায়
________ মুহাম্মদ রাসুল।

___ মোর  ওই নবীজির পরে
খোদা_ কোরআন নাজিল করে।

জ্ঞানের ভান্ডার___করে তারে
_____গড়েছেন আল রাব্বুল।

কোরআনের ওই জ্ঞানের আলো
___ রাসুল ভাবে ছড়িয়ে দিল।

তারই ছোঁয়ায়__ এই ধরাতল
_______ সুখেতে মশগুল।

______নবী না এলে ধরায়
পুড়তো ধরা __জ্ঞানের খড়ায়।
              ******