আসিয়াছে  যে ফের নব-চাঁদ
মাহে  রমজানে ওই সওগাত,
র জ নী র   শেষ  ওই' ভাগে
সেহেরির  স্বা দ  যেন  জাগে।

এ-সো  পাপী-তাপী  স বা ই
মুমিন  হওয়ার  থাকিলে স্বাদ,
ঐ'রহমানীর রাহিমের-ই তরে
বাড়া-ই তব পাপী তাপী  হাত।

গুনাহ মাফের এই-তো সময়
পেয়েছি মোরা খোদার  দানে,
রোজা-দারের আ র জি  যেন
মন্জুরে সে খুশ-আমদী ম নে।

মিথ্যে উপবাস করোনা  কেহ
বো ঝি ও  নিজে  নি জ‌  গুনে,
রোজা  তোমার  হ বে না পূর্ণ
অ-কারনে ছেড়ে সালাত বিনে।

এক-টাই  ই বা দ ত মোদের
দানিয়াছেন যেন  প্রভু_খোদা,
উ প হা র  তার  দিবেন যেন
তি নি নিজে-ই  নিজ গুণে তা।

কি'যে সেই নিয়ামত  তিনি-ই
জা নে ন   যে  ত বে   ভালো,
জ্ঞানে আসিলে  তোমায় তবে
সে থা  মুহাব্বত  য ত  ঢালো।

খোদায়  গড়েনি  এ ই  মানুষ
কভু-ও   পু ড়া তে   আ গু নে,
তাইতো  রোজার  ফ জি ল ত
রেখেছেন  নি জে  নি জ  মনে।

তাই ধ্যানে জ্ঞানে হয়ে সো জা
তো মা র   প্রতি   অঙ্গে  অঙ্গে,
প ত্যে ক টি  অনত্যে  তনত্যে
রা খি ও  তবে  সে-ই  রো জা।

তাহাতে খুশি  হলে পর-ওয়ার
পূ র্ন করবে তার সব অঙ্গীকার,
সেই রোজা পেলে হবে যে জিৎ
তা হা তে ই হবে যেন সবার-ই
                   ঈদ।
              ******