ভব জুড়ে কত প্রাণী হেরিলাম ভাই,
মানুষের মত আজব প্রাণী আজও পাই নাই।
ক্ষুধা ছাড়া আহার করে,
তৃষ্ণা ছাড়া পানি
কত রংয়ে রঙ্গায়িত না জানি তার অন্তরখানি।
জানুক এবার বিশ্ববাসী মানুষ বহুরূপী প্রাণী॥


কথায় কথায় মিথ্যা বলে,
করে অত্যাচার,
ঘরের ভেতর থেকে বলে আছি কুঁড়ের পাড়।
আবার গুলি করে হত্যা করে দাবি না মানলে তার।
ছিনতাই করে,চুরি করে,
করে লুটতরাজ।
চাঁদাবাজি,পকেটমার আর কত কী?তা কি আর জানি- মানুষ হয়ে মানুষের উপর অত্যাচার
কেমনে নেয় মানি?


সারা বছর সন্ত্রাসী ছিল যার পরিচয়,
নির্বাচনের আগে তার নতুন ভাবে হল অভুদ্যয়।  নামের সামনে লকপ মেরে সাজ-ল সাধু ভাই,
পোশাকের বেশ দেখে
মনে হয়,
জীবনে কভু নামায ছাড়ে নাই।
ভাল করে ফাতিহা সূরা যার নেই জানা,
তাকে এখন সকলের ফরহেযগার মুসল্লি হয় মানা।


স্বার্থের জন্য কিছু মানুষ
সবিই করতে পারে,
স্বার্থ হাসিলে তারা আল্লাহ
রসুল ছাড়ে।
ইমানটাকে বিসর্জন দিয়ে
শেষে কাফির মুশরিক হয়,
আখিরাতের ভয় যে তাদের মনে কভু নাহি রয়।
ক্ষমতা আর টাকার লোভে কত রূপ যে ভাই ধরে,
বহুরূপী মানুষ থেকেই মরে অবশেষে।
কি আর বলব লজ্জার কথা শুন মুমিন ভাই;
এসব লোকের কাছ এখন বাঁচা বড় দায়-
ভবের মাঝে এখন শুধু এসব বহুরূপী মানুষ দেখতে পাই।।