জীবনে যখন এসেছিল প্রথম প্রেম,
ভেবেছিলাম এ হবে আমার প্রকৃত বন্ধু।
ধীরে ধীরে আলাপে আলাপে,কথায় কথায় সে আমার ভাবনাকে করে দিল ভুল।
ধীরে ধীরে আমিও তাকে বেসেছিলাম ভালো,রক্তের প্রতিটি বিন্দুতে বিন্দুতে লিখেছিলাম তার নাম।
জ্যোৎস্না রাতে চাঁদের মিষ্টি আলোর মধ্যে দেখেছিলাম তার মিষ্ট হাসি,
বসন্তে কোকিলের মিষ্টি ডাকের মতো লেগেছিল তার মিষ্ট গলার স্বর।
বর্ষাকালে বৃষ্টি পড়ার শব্দে খুঁজে পেয়েছিলাম তাঁর পায়ের নূপুরের শব্দ,
শরৎ-এর আকাশের নির্মল মেঘের শোভা দেখে তার কোমল মুখের প্রতিচ্ছবি ভেসে উঠত,
গ্রীষ্মের বাসন্তী গাঁদা র মতোই ছিল তাঁর গায়ের রঙ।
শীতের সকালের ফুরফুরে হাওয়ায় খেলে বেড়াত তার গুচ্ছচুলের রাশি।
হঠাৎ এই ভাবনার জগৎ থেকে উঠলাম আমি,
দেখলাম যে সে সত্যিই আমার খণিকের বন্ধু।
তখন এই কঠিন বাস্তব কেই মেনে নিলাম।
মনকে সায় দিলাম যে,এ সত্য এক নিম্ন চাপের মতন,কয়েকদিন হৃদয়ের অন্তরে ছিল তারপর ভাসিয়ে দিয়ে চলে গেল।
কিন্তু সে চলে গেলেও আমার প্রতিটি নিঃশ্বাসে-প্রশ্বাসে থাকবে তাঁর গন্ধ,প্রতিটি শিরায় শিরায় থাকবে তাঁর নাম এবং আমার হৃদয়ের চিলেকোঠায় থাকবে তাঁর প্রতিচ্ছবি।।