ঝম ঝমিয়ে এলো বৃষ্টি
       মনে আনন্দের সৃষ্টি


জল থই থই রাস্তা ঘাট
      ঘর বাড়ি সব স্তব্ধ হাট


বারান্দায় দাঁড়িয়ে
       মন পাখি হারিয়ে


    দেখছি তোমায় গোলাপি ছাতায়
      বোতাম নেই আমার জামার হাতায়


এই বর্ষা বাদল দিনের শেষে
         চললে কোথা সবুজ বেশে


এক ছুটে তোমার পিছু
      আমি চাইছি অল্প কিছু


ঝম ঝমিয়ে ঝরছে মতি
      ভিজলে পরে করবে ক্ষতি


এই অবেলা বিকাল বেলা
        করবো না আর অবহেলা


বলবো তোমায় ভালোবাসি
       হোক না আমার সর্দি কাশি


অবশেষে বলার শেষে


হাতটি ছেড়ে চলে গেলে
      ভিজে রাস্তায় একলা ফেলে


তকাওনি আর আমার দিকে
   আমি তাকিয়ে ছিলাম তোমার দিকে