যা পাখি উড়িয়ে দিলাম তোকে
    নীল আকাশের নীচে
মেলে দে তোর কোমল ডানা
    ফিরে যা তোর স্বপ্নের দেশে
মনে রাখতে হবে না -
    আমার ভাঙা খাঁচার কথা
উড়ে যা মন যেথা চায়
   তোকে ধরে রাখার অধিকার আমার নেই
আমার পাঁজর ভাঙা আর্তনাত
   তোকে না পারে আটকাতে
আমার বর্ণহীন চোখের জল
    হাসি দিয়ে লুকিয়ে নেব
আমি এভাবে থেকে যাবো
     একলা ঘর
কিছু মলাট ছেঁড়া কবিতার বই
    ভালোবাসার গান
অ্যাসটেরে তে উবছে পড়া সিগারেটের ছাই
      পুরানো গিটার