আমি ভিজতে চাই
কার্নিশে জমা শ্যাওলা র মত
হয়তো বা,
তোমার পায়ের নূপুরের মত।
কত হাত ধরাধরি
বুক ভাঙা সাক্ষী
ফুটপাতে র ঝাপসা ল্যাম্পপোস্টের মত।
জানালার কাছে এসেছিলে তুমি
তোমার চোখে রাগ নাকি দুঃখ;
কাজল না পরা সুন্দর চোখে
ভিজতে চাই।
আমি হবো ভোরের কাক
তুমি প্যাজা তুলোর মত বক
প্রেম না হোক ঝগড়াই বা মন্দ কি?
আমি ভিজতে চাই,
যেমন করে ভেজে এ শহরের অলিগলি;
আর তোমার বাড়ির পথের কৃষ্ণচূড়া।
তোমার চিলের ছাদের ঘর
আমার ভিজে দেশলাই
একটু উষ্ণতার খোঁজে!
আমি ভিজতে চাই।