শীতে কাঁপতে কাঁপতে
   আমার বিছানা ছেড়ে উঠা
বাগানে শিশির ভেজা ঘাসে
   খালি পায়ে বেরিয়ে পড়া
ঠান্ডা শিশির শরীর শিহরিত করে তুলেছে
   টবের ফুল গাছে নতুন ফুলে ভরে গেছে
প্রকৃতির মুক্ত বাতাসে
   দম ভরে শ্বাস নেওয়া
নিজেকে নতুন ভাবে খুজে পাওয়া
   চারিদিকে পাখিদের গানে হারিয়ে যাওয়া ।
ধোঁয়া ওঠা কফি হাতে
   তোমার বাড়ির দিকে তাকিয়ে ।
তুমি কি আসবে ?
   ডালি হাতে ফুল তুলতে
গান গুন গুন করতে করতে
   আমায় দেখে লজ্জা পেয়ে
গান থামিয়ে মুচকি হেসে চলে যাবে
   হঠাৎ দমকা হাওয়া
আমার হারানো মন খুঁজে পাই
   তোমার বাড়ি নিঃশব্দে দাঁড়িয়ে আছে
জানালার কাঁচে লেগে থাকা শূন্যতা
   জানিয়ে দেয় তুমি যে নেই  ।