কলমের আঁচড় সাদা গায়ে লাগায় দাগ,
তবুও কাগজ খানি কখনও করে না রাগ।
সে জানে হয়েছে জন্ম তাঁর খাইতে আঁচড়,
আঁচড় বয়ে ধরায় ছড়াল জ্ঞানের সাগর।।


কখনো কালো, কখনো লাল আরও কত রঙ,
আঁচড় দিয়ে সাজায় তারে কত রঙের সঙ।
পরিণত আঁচড় অগোচরে হয়ে যায় কলঙ্ক,
অবশেষে সবই শূন্য, মিলে না জীবনের অঙ্ক।।