তোমরাই আজকের মৌমাছি -
পান করছ ফুলের মধু।
আর আমাদের বেলায় শুধুই পাপড়ি।।


আমরা ছাত্র ছাত্রী, বঞ্চিত শিক্ষা থেকে,
যদিও আমরাই  ভবিষ্যতের কাণ্ডারী।
তোমরা পান করো ফুলের মধু,
আর আমাদের বেলায় শুধুই পাপড়ি।।


আমরা চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য কর্মী,
কর্ম স্থলে নাই সুরক্ষা, কেবলই হুমকি।
তোমরা পান করো ফুলের মধু,
আর আমাদের বেলার শুধুই পাপড়ি।।


নেই স্বাধীনতা, তবে আইনের রক্ষক।
আমরা পুলিশ, গায়ে আমাদের খাকি উর্দি।
তোমরা পান করো ফুলের মধু,
আর আমাদের বেলায় শুধুই পাপড়ি।।


আমরা পরিযায়ী, আমরা প্রবাসী,
তোমাদের জন্যই ছেড়েছি বাড়ি।
তোমরা পান করো ফুলের মধু,
আর আমাদের বেলায় শুধুই পাপড়ি।।


চাই না তোমাদের কোটি টাকার পাপড়ি,
ফিরিয়ে দাও প্রকৃত শিক্ষা,
ফিরিয়ে দাও সুরক্ষা।
ফিরিয়ে দাও কাজের স্বাধীনতা,
ফিরিয়ে দাও মাতৃভূমি -
আমরাই করব জন্মভূমির রক্ষা।।
Comments