প্রিয়-
তুমি আমায় চেয়েছিলে –
আমিও তোমায় ।
দুই – চাওয়ায় সৃষ্টি হয়েছিল প্রেম, ভালবাসা,
জন্ম নিয়েছিল শত হাজার আশা।


প্রেমের বিভোরে করেছিলাম আলিঙ্গন।
ক্ষণিকে-ই ছিন্ন হল প্রেমের বন্ধন ।
ছেয়েছিলাম চিরদিনের জন্য,
তুমি চেয়েছিলে ক্ষণিকের – এটাই পার্থক্য ।


তাই তো তোমাদের সমাজে- আমি আজ বেশ্যা,
চুরমার হল হৃদয়ের শত শত রঙ্গিন নক্সা।