বৈশাখী দুপুর, সোনালী রোদ্দুর;
বয়েছে তপ্ত হাওয়া, পথিকের আসা যাওয়া।
খুঁজে একটু ছায়া, চাই শীতল হাওয়া;
খালি পা, জীর্ণ বস্ত্র, মলিন বদন , নয়ন ভরা অশ্রু।


দীর্ঘ পথ দিতে হবে পাড়ি,
লকডাউনের জেরে জোটে নি গাড়ি।
চলছে তারা সারি সারি,
ছোট বড়ো শিশু  আর নর ও নারী।


ছোট মেয়ে পিতার ঘাড়ে
প্রাণ যায় যায়, অনাহারে তৃষ্ণায়।
পারে না বলিতে কথা, এ যে ভীষণ ব্যথা,
অকালে প্রাণ গেল ঝরে, কেবলই অশ্রু বয়ে পরে।


এরা পরিযায়ী, কাজের খোঁজে ছাড়ে বাড়ি,
করতে নির্মাণ কাজ; নাই এদের কোন লাজ।
এরা অবহেলিত, শোষিত, লাঞ্ছিত, বিতাড়িত,
বাড়ি ফেরার নেশায়, পথ চলে অনাহারে তৃষ্ণায়।