দানবের বীভৎস গর্জনে হয় উন্মোচন
ধ্যানমগ্না পার্বতীর তৃতীয় নয়ন ।
জাগে রূপ ভীষণ, ভয়াল – কালভৈরবীর
গভীর অন্তর মাঝে মর্ত্য মানবীর ।
মেতেছে রুদ্রাণী আজ প্রলয় তান্ডবে ।
মুক্ত তার কৃপাণের কঠোর আঘাতে, স্তব্ধ হবে
কুটিল, নিঠুর, নরকের পিশাচের দল ।
স্তব্ধ হবে চিরতরে দানবের হুঙ্কার প্রবল ।
জাগো নারী, মহাশক্তি, অন্তরাত্মা জাগো ।
রুদ্ররোষে, ভৈরবীনি, কালরাত্রি জাগো ।