মনের আশা, প্রাণের ভরসা,
আমার বাংলা ভাষা।
এ ভাষাতেই আমার প্রেম, মায়ের ভালবাসা।
শহীদের রক্তে লেখা এ ভাষার বর্ণমালা,
এ ভাষাতেই হাসি-কান্না আর মনের কথা বলা।
আকাশ-বাতাস, বৃক্ষ-লতা বাংলায় তুলে সুর,
ভায়ের-বোনের, মায়ের কথা বাংলায় সুমধুর।
বাংলায় শিখি, বাংলায় লিখি, বাংলায় বাঁধি গান,
সারা বিশ্বে বাংলা আমার চিরকাল রবে অম্লান।
বাংলাই হবে ভাষার রাজা সারা বিশ্বে সেরা,
বাংলার সুরে, বাংলার ক্রোড়ে আসবেই বসুন্ধরা।