কাল বৈশাখী ঝড় ধরণী কাঁপে থর থর,  
কাঁপে মানুষ কাঁপে বাড়ি-ঘর!  
অপেক্ষায় থাকি আমি সারা বছর,
কখন আসবে ক্ষ্যাপা পাগলা ঝড়।


ঈশান কোণে কালো মেঘ যখনি সাজে,
আম কুড়ানির ধুম পড়বে তুফানের মাঝে।  
আম পড়ার ধুপধাপ শব্দ কানে বাজে,  
তখন আর মন বসেনা অন্য কোন কাজে।


বাতাসের বেগে চলে যাই আম বাগানে,  
এসব ব্যাপার বাড়ির বড়রা যেন না জানে।
বেশি আম ধরতে হবে আছে তা মনে,  
ঝড় শুরু আম পড়ছে কী শিহরণ প্রাণে!  


ধরাধরি হুড়াহুড়ি পারাপারি টানাটানি,
কার আগে কে ধরবে কাউকে না কেউ মানি।  
আম নিয়ে মাঝে মাঝে হয় যেন হানাহানি,
শেষমেষ কার কটা আম হলো চলে গণাগণি।