পয়লা বৈশাখ পয়লা বৈশাখ,
বাংলা বছরের শুরু আজ।  
সবাই পরবো নতুন পোষাক,  
সকালে খাবো পান্তাভাত।  


দলে দলে মেলায় যাবো,  
ডাব খাবো তরমুজ খাবো।  
মুড়ি মুড়কি বাতাসা কিনবো,
খেলনা ঘুড্ডি বন্দুক নিবো।  


নাগর দোলায় চড়বো মোরা,
পুতুল নাচের পড়বে সাড়া।  
কবি গানের লড়াইয়ে কারা,  
তাও দেখবো যাবেনা ছাড়া।  


ঘুরবো মিলে পাড়ায় পাড়ায়,
ফিরনি পায়েস থাকবে সেথায়।  
খেলবো মিলে মন যা চায়,  
ঘুড্ডির সাথে মন উড়ে যায়।


কাঁচা আম কাঁঠালের মজি,
ভর্তা খাওয়ার ধুম আজি।  
দৌড়ে প্রথম হওয়ার বাজি,
রঙিন সাজে সবাই সাজি।


বাবার সাথে রাতের বেলায়,
উঠবো মেতে মহুয়ার পালায়।  
যেন মোদের খুঁজে না পায়,  
এভাবেই যেন বছর কেটে যায়।