ধনীর কদর নেই সমাজে,
গুণীর কদর আছে।  
গুণী মানুষ হয়না ধনী,
বড় হয় সে জ্ঞানে।
ধনী মানুষ হয়না জ্ঞানী,
বড় হয় সে ধনে।
বাঁচতে হলে ধন প্রয়োজন,
জ্ঞান অর্জনে সাধন।
জ্ঞান সাধনায় পুণ্য আনে,
পুণ্যে আনে সুখ।
ধন সাধনায় মগ্ন যে জন,
জ্ঞান সাধনায় শূন্য।
জ্ঞান সাধনায় আত্মা বাঁচে
ধন সাধনায় শরীর।  
জ্ঞানীর কদর অন্তর থেকে,
ধনীর কদর মেকি।
জ্ঞান সাধনায় জ্ঞানী হবে,
জ্ঞানীর সম্মান করলে।
জীবন তোমার সফল হবে,  
জ্ঞানীর হাত ধরলে।
জ্ঞান সাধনা অন্তহীন,
ধন সাধনা নশ্বর।
দু’জাহানের সফলকামে
জ্ঞানের পথ ধরো
আসল মানুষ হতে হলে
জ্ঞান সাধনাই কর।