পৃথিবীতে জন্ম নিয়ে ধন্য আমি হলাম
নিজে নিজে প্রশ্ন করি, কোথায় আগে ছিলাম?
পৃথিবীতে প্রথম এসে আমি কেঁদে ফেলি;
পরে আমি ধীরে ধীরে বসি, হাঁটি, খেলি।
এভাবে শৈশব, কৈশোর, যৌবনের পর বৃদ্ধ,
ক্রমে ক্রমে শান্ত হয় বেঁচে থাকার যুদ্ধ।
শেষ বয়সে মনে আমার বাসা বাঁধে মরণ,
পরকালে আসবে কি পৃথিবীর কথা স্মরণ?
কোথায় আছেন সৃষ্টিকর্তা যিনি আমার প্রভু?
যাঁর দয়াতে স্বর্গ পাবো সন্দেহ নেই কভু।