সেই তুমি আর এই আমি চিরচেনা দুটি মুখ,
শৈশব যাদের আবেগী ছিল প্রেমেজর্জর বুক।
সম্পর্কটা খুব বেশী হলেও মিলন হয়নি শেষে
কেটেছিল তাই আমার কিছুকাল অন্ধ পাগলবেশে!
তোমাকে হারিয়ে বিষের বোতলে নিজেকে হারাতে চেয়েছি,
সেই দফাতে সবার দোয়াতে মরে মরেও বেঁচে গেছি।
তুমিতো অন্য হাতে এঁকেছ তোমার সুখের পৃথিবী,
তাই আমাকে নিয়ে ভাবার ছিলনা প্রয়োজন ছলনাময়ী!
আজ আঠারো থেকে বয়স আটাশের কোটা পেরিয়েছে
তোমাকে নিয়ে সকল কৌতূহল মায়াটান মুছে গেছে!
সেদিন তোমার ছবি ঝোলানো দেখেছি আমার দেয়ালজুড়ে
কোন অনুভূতি খুঁজে পাইনি হায় আমার এ বুক পুরে!
সময়ের গাড়ি চলছে অবিরাম তাই আবেগ কেটে গেছে
তোমায় নিয়ে কান্না করার সময় বহু আগেই পুরে গেছে।।।।