হে
স্বপ্ন ভাঙ্গেনি কভু,আছে কে এমন?
ভেঙ্গে যাওয়া আশা নিয়ে চলাই জীবন।
আশাহীন এই বুকে বেদনার বাসা
বেদনাই সুখ এখন বেদনাই আশা।
জীবনের কসাঘাতে,পরাজিত রাত দিন,
বিজয়ের আশা নিয়ে বাঁচাই জীবন।
তাই,
জীবন সেতো এক যুদ্ধের নাম
কপাল লিখতে লাগে কপালের ঘাম।
কতশত বুকে আছে পোড়া এক মন
তবু সুখের অভিনয় করাই জীবন।