সকাল দুপুর একটি শিশু পথের কিনারায়
পা নেই বলে কাতর স্বরে ভিক্ষে করে খায়,
একটি শিশু সকাল থেকে সন্ধ্যা অবধি বসে
শক্ত হাতে ইটগুলো সব করছে চূর্ণ কষাঘাতে।


একটি শিশু রাজমিস্ত্রি বড় এক হাতুড়ি তুলে
তুলোর মতো পিটছে লোহা ধুকছে তিলে তিলে,
এভাবে সকল সুন্দর প্রাণ লুকবে কি আঁধারে
কোমলমতি শিশুবিহীন পৃথিবী রঙহীন হবে?