(আমার স্নেহধন্য কন্যা_ সাদিয়া নূরের আবদারে ২০১৮ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানের জন্য কবিতা)


হবেনা  আর গল্প, কথা হবে না আর গান,
শুধু আমার স্মৃতি গুলি করবে অবস্থান।
তোদের ছেড়ে যাবো তাই, হদয় ভেঙে যায়,
বিদায় বন্ধু বিদায়।


এই বিদায় শেষ বিদায় নয়, ক্ষণিকের তরে,
তবু যে মোর বুকের পাঁজর যাচ্ছে ভেঙ্গেচুরে।
ক্ষণিকতার বিদায় তবু আর কি দেখা হবে?
বুকের ভিতর দু:খের নদী বইছে নীরবে।
বিদায়ের কাছে মানুষ বড়ই অসহায়।
বিদায় বন্ধু বিদায়।


যেতে নাহি মন চায়, তবু যেতে হবে,
দু:খে ভরা স্মৃতি গুলি, ভুলে যেও সবে।
বিদায়ের মালা আজি পরিয়াছি গলে,
ছেড়ে যাব ভেবে মন, ভাসে আঁখিজলে,
যেতেই হবে বন্ধু ওগো দাও হে এবার সায়,
বিদায় বন্ধু বিদায়।


যাদের দিয়ে শিক্ষা শুরু, শুনেন সবে শিক্ষাগুরু,
অগণিত ভুলের মাঝে, কষ্ট দিছি সকাল-সাঝে,
ভুলে আমার ভুলগুলি, দিবেন মোরে কদমধূলি,
ভুল-ভ্রান্তি করছি যত মাফ করে দেন আমায়,
বিদায় বন্ধু বিদায়।


হাসি- ঠাট্টা, আড্ডা মাঝে গাইছি কত গান,
গানে আমার, ছিল কিছু সুপ্ত অভিমান।
যে অভিমান আমাকে, দিচ্ছে পীড়া সদায়।
সে অভিমান শুধু শুধু মনটারে কাঁদায়,
বিদায় বন্ধু বিদায়।


বিদায় বিদায় কলরবে, ঝরছে সবার আঁখি,
বাঁধনহারা কাঁন্না আমার কেমনে ধরে রাখি?
অশ্রুধারা নামবে বুঝি ধূসর সাহারায়!
রিক্ত মনের সিক্ত আঁখি ধরে রাখা দায়,
বিদায় বন্ধু বিদায়।


তোরা বলিসনারে বন্ধু আমায় বিদায়ের কথা,
কেমনে সহিবো আমি বিদায়ের ব্যথা?
ছেড়ে যেতে চাইছে না মন বাঁধনহারা প্রেমে,
স্মৃতি গুলি রাখিস তোরা, মনের বাঁধা ফ্রেমে।
কিছু স্মৃতি মনের মধ্যে সুখ দিবে সদায়,
বিদায় বন্ধু বিদায়।


আসা যাওয়ার এই ভবে, সবি গেলে ভুলে,
তবু কিছু রইবে স্মৃতি, বুকের মধ্যস্থলে।
দু:খ ভুলে সুখের স্মৃতি মনে দিও স্থান,
কি করে আজ ছেড়ে যাব প্রিয় অধিষ্ঠান?
অবুঝ মনকে বুঝ মানাতে হলো বড় দায়,
বিদায় বন্ধু বিদায়।


কৈট্টা উচ্চ বিদ্যালয় আজ যেতে হবে ছেড়ে,
অশ্রুসিক্ত আঁখি মুছে দে'রে বিদায় দে'রে,
পাঁচটি বছর এই আলয়ে করছি বিচরণ,
যেতেই হবে, আঁখিজলে বিদায়ের চরণ।
ফিরবোনা আর ছাত্র ছলে ইস্কুলের আঙ্গিনায়,
বিদায় বন্ধু বিদায়।


আজি হেথা বিদায় মঞ্চে ছোট বড় যত,
সবার জন্য অশ্রু আমার ঝরছে অবিরত।
জানি আমি, জানে সবে, চির বিদায় নয়,
তবু কেন হৃদয় আমার পুড়ে হচ্ছে ক্ষয়?
বিষাদিত মনটাকে মোর, রেখো প্রার্থনায়,
বিদায় বন্ধু বিদায়।