গোধূলির ঐ আকাশটাতে ঈদের বাঁকা চাঁদ--
বাচ্চা-বুড়ো সকল মনে ভাঙছে খুশির বাঁধ।
আলোকমালায় সকল বাড়ি করছে যে ঝলমল;
এমন সময় সব ফেলে তুই কোথায় গেলি বল!


বাতাস বয়ে আনছে শোনো মধুর গজল-গান--
যায় জুড়িয়ে কর্ণকুহর যায় জুড়িয়ে প্রাণ।
মোবারকের বন্যাতে সব করছে যে টলমল;
এমন সময় সব ফেলে তুই কোথায় গেলি বল!


কলিজার ঐ টুকরোদুটো ছিল যে তোর জান--
বলেছিলি অমূল্যধন খোদার সেরা দান।
আজ যে তাদের নয়ন দুটো ঝরায় দুখে জল;
এমন সময় সব ফেলে তুই কোথায় গেলি বল!


কে দেবে কাল ওদের মুখে নিত্যনতুন পদ--
কে সাজাবে নতুন সাজে, সকল শখ যে রদ।
ওদের পানে তাকালে যে চোখ করে ছলছল;
এমন সময় সব ফেলে তুই কোথায় গেলি বল!