নারী, স্বাধীনতা চাও? দিতে পারি--
যদি বোঝো কে স্বাধীন আর কে স্বেচ্ছাচারী।।


মানুষ, লুকিয়ে রেখেছো তোমার আসল স্বরূপ?
এই নাও, ক্ষেপিয়ে দিলাম, ভিতর ঝরে টুপ টুপ।


নেতা, ভোট চাও? দিতে পারি ঝুলি ভরে--
যদি কোথাও একটি ফোঁটাও রক্ত না ঝরে।


ধর্মের ধ্বজাধারী, তোমারও হতে পারি শিষ্য--
যদি মাসুম থাকে নিরাপদে, শান্তিতে থাকে বিশ্ব।


কবি,মালা চাও? দেবো মালা, সাথে দেবো হৃদয়ের তাপ--
যদি কবিতার পাশে মাটিতেও দেখি তোমার পায়ের ছাপ।